
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বনানী কবরস্থানে সাধারণ জায়গায় ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে চাইলে গুনতে হবে সাড়ে ৪ কোটি টাকা। এখানে এক-তৃতীয়াংশের বেশি কবর সংরক্ষিত। ফলে সাধারণের কবর দেওয়ার সুযোগ কম। একটি কবরের ১৮ মাস থেকে দুই বছর পার হলেই সেখানে নতুন করে কবর দেওয়া হয়। বনানী কবরস্থানে মূলত দুটি ভাগ। একটি সংরক্ষিত এলাকা আরেকটি সাধারণ। ডিএনসিসির কবরস্থান নীতিমালা ২০২২-অনুযায়ী সংরক্ষিত এলাকায় ২৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণে গুনতে হয় দেড় কোটি টাকা। সাধারণ এলাকায় এ ফি তিন গুণ বেড়ে দাঁড়ায় স...