প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:২৩ সময়

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার (২০ ডিসেম্বর) দেশে পৌঁছাতে পারে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় প্রাথমিকভাবে ৮ জন আহত হলেও পরবর্তীতে আরও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এতে মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বাকিরাও আশঙ্কামুক্ত রয়েছেন।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে এই হামলার ঘটনায় নিহত ও আহত বাংলাদেশি সেনাসদস্যদের সাহসিকতা ও ত্যাগ জাতির জন্য গভীর বেদনার পাশাপাশি গর্বেরও বিষয়।