প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়

কাইয়ুম চৌধুরীঃ
চট্টগ্রামে “মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ডিলার আজাদ হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম ডিভিশনাল ট্রেইনার কৃষিবিদ মোঃ মুজিব উল্ল্যাহ্ তুষারের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শারমিন ইসলাম ডেইজি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক অর্থ লায়ন জাফর উল্লাহ পাটোয়ারী, পরিচালক বিপণন আশিক মাহমুদ, পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন সারওয়ার হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
উপ-ব্যবস্থাপনা পরিচালক শারমিন ইসলাম ডেইজি তার বক্তব্যে বলেন, “কৃষকরা এখনও সবচেয়ে অবহেলিত। তাদের কৃষি সংক্রান্ত জ্ঞান সীমিত, তাই আমরা তাদের যথাযথভাবে ব্যবহার করতে পারি না। পাঁচ বছর আগে আমাদের স্বপ্ন ছিল নিরাপদ খাদ্য উৎপাদন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে। আমরা কৃষিতে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে বয়কট করি। আমাদের লক্ষ্য—নিরাপদ অর্থনীতি, নিরাপদ খাদ্য, নিরাপদ স্বাস্থ্য ও নিরাপদ জীবন নিশ্চিত করা।”
পরিচালক অর্থ লায়ন জাফর উল্ল্যাহ্ পাটোয়ারী বলেন, “লুমিনাস গ্রুপ বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হয়ে উঠবে। কৃষি ও কৃষক দেশের অর্থনীতির মেরুদণ্ড। দ্রুত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ এখন সময়ের দাবি। টেকসই কৃষি ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।”
সেমিনারে লুমিনাস গ্রুপের নতুন কৃষি পণ্য, পণ্যের গুণমান ও কার্যকারিতা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং টেকসই কৃষি প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনার পরিচালনা করেন পরিচালক ট্রেনিং ও উন্নয়ন সারওয়ার হোসেন। এতে শতাধিক ডিলার ও লিডার অংশগ্রহণ করেন।