প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৪৪ সময়

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন এবং ভক্তিমূলক পরিবেশে হরিনাম কীর্তন উপভোগ করেন।
অনুষ্ঠান চলাকালে মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে। হরিনাম কীর্তনে অংশ নিয়ে ভক্তরা আত্মিক প্রশান্তি ও আনন্দ অনুভব করেন বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা মণ্ডলী ও কমিটির নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—সভাপতি বাবু অমর ভৌমিক, সহসভাপতি বাবু কেশবদাস, বাবু রঞ্জিত ঘোষ, কোষাধ্যক্ষ বাবু সুশীল চন্দ্র দাশ, বাবু শংকর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বাবু সুমন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক বাবু শিশির বণিক, বাবু স্বপন চক্রবর্তী, বাবু সমর পাল, বাবু চন্দন ঘোষ, বাবু দয়াময় পাল, বাবু ঝোটন ঘোষ, বাবু প্রিয়তোষ পাল, বাবু সঞ্জয় পাল, বাবু নারায়ণ দাসসহ আরও বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ।
আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।