প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৩৯ সময়

মো: হারুন অর রশিদ - রৌমারী প্রতিনিধি:
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারি ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। গ্রেপ্তারকৃত ব্যক্তি মাঠ পর্যায়ে সক্রিয় ফ্যাসিস্ট হিসেবে পরিচিত মো. নাছিম উদ্দিন (৪০)। তিনি মৃত আব্দুর জব্বারের ছেলে। তার বাড়ি সোনাপুর গ্রামে, রৌমারী থানা কুড়িগ্রাম জেলায়।

রৌমারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।