প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:০৭ সময়

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পৌর জামায়াতের আয়োজনে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারি সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস হোসেন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান ও পৌর আমীর মীর মহিউদ্দিন বনপাড়া বাজারে, এবং নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমান ধানাইদহ বাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন।
এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।