প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:৫১ সময়

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে চলমান বিশেষ অভিযানে সারাদেশে গত আট দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে ৫৬টি আগ্নেয়াস্ত্র।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারাদেশে একযোগে এই অভিযান শুরু হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে মোট ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে তল্লাশি চালিয়ে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে বিশেষ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা প্রতিরোধ এবং তথাকথিত ‘ফ্যাসিস্টদের’ দমনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু করা হয়।