প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪৩ সময়

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন ও থার্টি ফাস্ট নাইট শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সভায় জেলার ২৩৫টি গির্জার প্রতিনিধিসহ খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় পুলিশ সুপার বলেন, জেলার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারবে। বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করতে হবে এবং থার্টি ফাস্ট নাইটে সন্ধ্যা ৭টার পর জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র বন্ধ রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিনিধিরা।