প্রকাশকালঃ 2025-11-03 11:19:45

বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার যুক্ত হয়েছেন। বর্তমানে দেশে পুরুষ ভোটার নারীর তুলনায় ১৯ লাখ ৯ হাজার ৬১০ জন বেশি।
সচিব আরও বলেন, ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানানো যাবে।
তিনি জানান, যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। তখন পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
সেই সময়ে নতুন ভোটার যুক্ত হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন—এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।
ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরে ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের যুক্ত করে ১০ আগস্ট প্রকাশিত সম্পূরক খসড়া তালিকায় ভোটার সংখ্যা দাঁড়ায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন বেড়ে। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন, নারী ২৭ লাখ ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ২৫১ জন।
তবে একই সময়ে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়—এর মধ্যে পুরুষ ১২ লাখ ২৪ হাজার ৯০২ জন, নারী ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ২২ জন।
আখতার আহমেদ বলেন, ভোটার তালিকাকে হালনাগাদ ও নির্ভুল রাখতে কমিশন নিয়মিতভাবে কাজ করছে। তিনি আরও জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের পরই আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
সূত্র: বাসস