প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৩৩ সময়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। মাঝে মাঝে এ ধরনের দু-একটি খুনখারাবির ঘটনা ঘটে, তবে এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না।
নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচন আয়োজন করা হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, ২০২৪ সালের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। তখন মানুষ স্বস্তিতে ঘুমাতে পারত না, এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়েই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের শক্তির ওপর। উনসত্তর, একাত্তর ও চব্বিশে তরুণরা তাদের শক্তি দেখিয়েছে। এই নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ এবার পোস্টাল ভোটিং চালু হচ্ছে এবং গণভোটও অনুষ্ঠিত হবে। ইসির এই সাহসী উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আরও সহজ হবে।