প্রকাশকালঃ ১ ডিসেম্বর ২০২৫, রাত ৮:৫৪ সময়

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দকী একইসঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ও সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ ৩০ নভেম্বর কার্যকর হয়।