প্রকাশকালঃ ২০ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়

ভারতের বক্স অফিসে চলছে রজনীকান্তের ‘কুলি’ আর হৃতিক রোশনের ‘ওয়ার ২’–এর মুখোমুখি লড়াই। ১৪ আগস্ট একসঙ্গে মুক্তি পাওয়া এই দুই বিগ বাজেট সিনেমা মুক্তির আগেই দর্শক ও বাণিজ্যিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কুলি’। মুক্তির প্রথম চার দিন দর্শকের বিপুল সাড়া পেলেও সোমবারে ছবিটি বড় ধসের মুখে পড়ে। মাত্র একদিনেই আয়ে কমেছে ৬৬ শতাংশের বেশি।
প্রথম চার দিনে আয়: ১৯৪.৫ কোটি রুপি (রজনীকান্তের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড)
পঞ্চম দিনে আয়: ১২ কোটি রুপি (রোববারের ৩৫.২৫ কোটির তুলনায় প্রায় ৬৬% কম)
মোট ৫ দিনে আয়: ২০৬.৫০ কোটি রুপি (নেট, সব ভাষায়)
জিএসটি-সহ আয়: প্রায় ২৪৩.৬৭ কোটি রুপি
যদিও ধস নামলেও ‘কুলি’ পাঁচ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানি অভিনীত ‘ওয়ার ২’ মুক্তির পর থেকেই আলোচনায় থাকলেও প্রথম সপ্তাহের মাঝামাঝি এসে ছবিটি কঠিন পরীক্ষার মুখে পড়েছে। ভালো সূচনার পর শনিবার-রোববার আয় কমতে শুরু করে এবং সোমবারে ছবিটি পুরোপুরি ব্যর্থ হয়।
চতুর্থ দিনে আয়: ৮.৫ কোটি রুপি (রোববারের ৩৩.৬৫ কোটির তুলনায় প্রায় ৭৫% কম)
মোট ৫ দিনে নেট আয়: ১৮৭.৭৫ কোটি রুপি
জিএসটি-সহ মোট আয়: ২২১.৫৪ কোটি রুপি
তবে এই আয় দিয়েই ‘ওয়ার ২’ ইতোমধ্যে ‘রেড ২’–এর লাইফটাইম কালেকশন ছাড়িয়েছে এবং ২০২৫ সালের সর্বাধিক আয়কারী বলিউড ছবির তালিকায় ৫ম স্থানে উঠে এসেছে। এখন ছবিটির লক্ষ্য হাউসফুল ৫–এর (১৯৮.৪১ কোটি) রেকর্ড ভাঙা।
৩২৫ কোটি রুপির বাজেটে নির্মিত এই স্পাই-থ্রিলার মাত্র পাঁচ দিনেই বাজেটের প্রায় ৫৮% উদ্ধার করেছে। তবে নেতিবাচক রিভিউ ও ‘মিড-উইক ব্লুজ’-এর কারণে দর্শকসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ছবিটি সেফ জোনে পৌঁছাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
📌 সূত্র: কইমই