প্রকাশকালঃ 2025-11-02 16:43:18

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে তাদের প্রতীকের জন্য শাপলা কলি চূড়ান্ত করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দল শাপলা কলিকে প্রতীক হিসেবে গ্রহণ করতে চায় এবং এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে।”
বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও বৈঠকে ছিলেন।
রোববার বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে প্রবেশ করে এনসিপি নতুন করে প্রতীকের জন্য আবেদন করে। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে শাপলা কলিকে চূড়ান্ত প্রতীকের জন্য নির্বাচিত করেছে।
