প্রকাশকালঃ 2025-03-05 13:52:17

অনলাইন ডেস্ক:-
সুন্দর ত্বক সবাই চায়, তাই অনেকেই ত্বকের যত্ন নিতে বিউটি পার্লারে যান কিংবা দামি ক্রিম ব্যবহার করেন। তবে ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করলেও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব। এর মধ্যে অন্যতম হলো জবা ফুল। জবা ফুলে রয়েছে ত্বককে সজীব ও উজ্জ্বল করার অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান।
উজ্জ্বল ত্বক পেতে জবা ফুল ব্যবহারের পদ্ধতি:
১. প্রথমে ১০টি তাজা জবা ফুল সংগ্রহ করুন।
২. একটি পাত্রে আধ লিটার পানি গরম করুন এবং আঁচ কমিয়ে এতে জবা ফুলগুলো দিন।
৩. ১৫ মিনিট পরে এটি অন্য পাত্রে ছেঁকে নিন, এবং আপনি একটি জেল পাবেন।
৪. এই জেলটি মুখে, হাত, পা ও গলায় আলতোভাবে ম্যাসাজ করুন।
৫. ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের ময়লা, দাগ এবং কালো দাগ দূর হয়ে উজ্জ্বল ত্বক পাবেন। বিশেষ করে, গোসলের আগে এক সপ্তাহব্যাপী এটি ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে।
অতিরিক্ত টিপস:
এভাবে আপনি ঘরোয়া উপায়ে ত্বককে ন্যাচারালভাবে উজ্জ্বল এবং সুন্দর রাখতে পারেন।
