প্রকাশকালঃ ৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪২ সময়

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট রাজশাহীঃ
রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক শনিবার (৬ ডিসেম্বর) চারঘাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

চারঘাট উপজেলা জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে সকাল ১০:৪৫ মিনিটে উপজেলা সদরের শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান, মোঃ শোয়েব আলী, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা শিবিরের সভাপতি মোঃ নাহিদ হাসান শুভ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় চারঘাট উপজেলার চারটি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রোগ্রামের শুরুতে সাংবাদিকদের গোলাপের স্টিক দিয়ে বরণ করেন। প্রধান অতিথি অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে ও মানবিক বাংলাদেশ গঠনে সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে চারঘাট-বাঘা ও রাজশাহী-৬ আসনের সার্বিক সমস্যা সমাধানে সংবাদ কর্মীদের একযোগে কাজ করার অনুরোধ জানান।