প্রকাশকালঃ ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৩০ সময়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশী আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর সীতাকুণ্ড উপজেলা মডেল মসজিদে মুরাদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও নিরাপদে দেশে ফেরা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির আন্দোলন–সংগ্রামে শহীদ হওয়া সকল নেতাকর্মীর প্রতি দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী সুজাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে পুরো এলাকাজুড়ে ছিল শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ।
দোয়া মাহফিল শেষে কাজী মোহাম্মদ সালাউদ্দিন সোনাইছড়ি ইউনিয়নে যান। সেখানে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম তোফাজ্জল হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশ নেন। অনুষ্ঠানে মরহুম নেতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পরে তিনি কবর জিয়ারত করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, তোফাজ্জল হোসেন ছিলেন সীতাকুণ্ড বিএনপির নিবেদিত, নিরহংকার ও ত্যাগী নেতা। তার স্মৃতিচারণ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।