প্রকাশকালঃ ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:০১ সময়

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’–এর স্কুলিং মডেল ভিত্তিক প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে উল্লেখ করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
এর আগে সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিলসহ শাহবাগে এসে যোগ দেন।
অবরোধের কারণে শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।