প্রকাশকালঃ 2025-11-02 16:14:07

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বিওপি এলাকায় ১ নভেম্বর বিকেলে মাদকবিরোধী অভিযান চালায়। এক ইজিবাইককে থামার নির্দেশ দিলে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এরপর ২ নভেম্বর রাত প্রায় ১২:১০ মিনিটে মোগলহাট বিওপি এলাকায় চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারত পাড়ি দেয়। পরবর্তীতে তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য — ইস্কাফ সিরাপ ১৬,০০০ টাকা, ইজিবাইক ২,৫০,০০০ টাকা, গাঁজা ১,২৬,০০০ টাকা; মোট মূল্য প্রায় ৩,৯২,০০০ টাকা। চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”