প্রকাশকালঃ ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১১ সময়

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার ১০ম কাউন্সিল আজ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৫) নগরীর মালগুদামস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ। এছাড়া বক্তব্য রাখেন বাসদ ৫ নং জোনের সমন্বয়ক কমরেড ইমাম হুসাইন খোকনসহ ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা বাণিজ্যিকীকরণ, শিক্ষা বেসরকারীকরণের প্রবণতা এবং শিক্ষাঙ্গনের নীতি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে আগামী দিনে শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে তানজিল হোসেন মুণিমকে সভাপতি এবং চিত্রণ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: আবির মোহাম্মদ আকাশ
সাংগঠনিক সম্পাদক: সাদমান এহসান অরিন্দম
দপ্তর সম্পাদক: আরিফুল ইসলাম বিজয়
অর্থ সম্পাদক: জ্যোতি রায়
প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রশান্ত বাসফোর
পাঠাগার বিষয়ক সম্পাদক: পূজা সরকার বর্ষা
স্কুল বিষয়ক সম্পাদক: শ্রাবণ
সদস্য: ওয়ালিল্লাহ, সৃজন দাস, প্রশান্ত দাস, পান্না, রিতু আক্তার, ফাহমিদ বিন অনয়, জীবন সরকার ও জহিরুল ইসলাম রুকন।